"পরের কাজে শরম পাই
হাতের কাজের জুরি নাই"।
একটি কথা মনে রাখবেন "পাছের লোকে কিছু বলে" এই কথায় কান দিবেন না। আপনি কোন কাজে গেলে আড়ালের এক দল তারা নানান ধরনের মন্তব্য করবে। আর এ সকল বাঁধা দূরে ফেলে নিজের কাজে মন দিন। সব সময় মনে রাখবেন কাজটা হোক পরের কিন্ত শিক্ষাটা আপনার।
তাই সার্ভিসিং এর উপর প্রশিক্ষণ নিতে চলে আসুন আমাদের ঠিকানায়।