• FIX FASTER MSI আঁধারে আলোর পথ ।
Frequently Asked Questions

  • সর্বাধুনিক টেকনোলজি সম্পন্ন ল্যাব।
  • অভিজ্ঞ ও দক্ষ ট্রেইনার।
  • আধুনিক মেশিন সজ্জিত মনোরম পরিবেশের ক্লাসরুম ।
  •  স্বল্প খরচে থাক ও খাওয়ার ব্যাবস্থা ।
  •  দক্ষ ও অভিজ্ঞ স্টুডেন্ট সাপোর্ট টীম ।
  • নিজস্ব ফাইল ও আনলক সার্ভার ।
  • প্ৰশিক্ষণ শেষে আমাদের সার্ভিস সেন্টারে কাজ করার সুযোগ ।

নিরক্ষর থেকে শুরুকরে উচ্চ স্থরের শিক্ষিতগন শিখেতে পারেন মোবাইল সার্ভিসিং।
তবে একেবারে নিরক্ষর হলে সফটওয়্যার এর কিছু কিছু কাজ গুলো তে এবং আরো কিছু কিছু বিষয় কঠিন হয়।
ক্লাস 3 থেকে যত বেশি শিক্ষিত হয় সফটওয়্যার এর কাজ গুলো তত সহজ হয়।

তাদেরকে অতিরিক্ত সময় দিয়ে দ্রুত শিখানো হয়।

থাকা খাওয়ার জন্য আলাদা ভাবে ব্যাবস্থা করে দেওয়া হয়।

থাকা খাওয়া বাবদ শিক্ষার্থীর প্রতি মাসে ৫০০০/৬০০০ টাকা খরচ হবে । যা সে নিজে বহন করিবে । আমরা শুধু ব্যাবস্থা করে দিব ।

মোবাইল সার্ভিসিং কাজ শিখে ক্যারিয়ার গরুন। মাসে আয় করুন ২০,০০০- ১০০০০০ টাকার বেশী । অথবা ব্যবসা শুরু করুন নিজের মত খুবই অল্প পুঁজিতে। কাজ শিখলেই কাজের সুযোগ হয়।